কেরানীগঞ্জে নবনিযুক্ত ইউএনও’র সাথে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: 7:29 pm, December 2, 2025 | আপডেট: 7:29 pm,

কেরানীগঞ্জে নবনিযুক্ত ইউএনও'র সাথে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোঃ হেলাল উদ্দিন :

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উমর ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির নেতৃবৃন্দ। এসময় তাঁরা নবনিযুক্ত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহ-সভাপতি রুহুল আমিন, মো. নাজিম উদ্দিন, হাজী মোহাম্মদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, হাজী সেলিম রেজা, আরিফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন মানিক এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম।

সাক্ষাৎকালে ইউএনও মোঃ উমর ফারুক কেরানীগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবায় সকলের সহযোগিতা কামনা করেন। বিএনপি নেতৃবৃন্দও উপজেলায় চলমান প্রশাসনিক কার্যক্রমে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *