খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনা এসএসসি পরীক্ষায় জিপি-A-5 গোল্ডেন প্লাস পেয়েছে – স্বপ্ন মহাকাশচারী হওয়ার
খাইরুজ্জামান সজীব ::::
খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনা -২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ বসুন্ধরা শাখা হতে অংশগ্রহণ করে সাইন্স গ্রুপে সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতিত্বের সাথে জিপি-A- 5 গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।
খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনার পরিবার সূত্রে জানা যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্যান্টনমেন্ট মাটি কাটা এলাকার বাসিন্দা পুলিশ ইন্সপেক্টর খন্দকার নাসির উদ্দীন ও লুবনা আক্তারের ১ম কন্যা খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনা তার বাবা মায়ের স্বপ্ন পূরনে পরিশ্রম করে চলেছে। এবং বরাবরই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে আসতেছে। তার ভবিষ্যৎ স্বপ্ন – মহাকাশচারী / অ্যারেনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে।
তার বাবা ইন্সপেক্টর খন্দকার নাসির উদ্দীন ও মাতা লুবনা আক্তার কন্যার ভালাে রেজাল্ট পাওয়া খুবি আনন্দিত। এদিকে এ ফলাফলে পরিবারের পাশাপাশি খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনার শিক্ষকরাও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তারা খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনার উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনা প্রমান করেছে যে পরিশ্রম করলে সাফল্য অর্জন করা যায়।
পরীক্ষার ফলাফলের পর উচ্ছসিত খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি নিয়মিত লেখাপড়া করেছি। রেজাল্ট শোনার পর আমার খুবি ভালো লাগছে। আমার মনের আশা পূর্ন হয়েছে। সামনের সব পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি, মহাকাশচারী / অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যেন দেশের মানুষের সেবা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।
বাবা ইন্সপেক্টর খন্দকার নাসির উদ্দীন ও মাতা – লুবনা আক্তার এবং সকল আত্নীয় স্বজন মহান আল্লাপাকের দরবারে কােটি কােটি বার শুকরিয়া আদায় করেছেন এবং সবার কাছে খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনার জন্য পরিবারের সকলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের মনের আশা পূরন করেছেন। এবং খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনা যেনো ভালো মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারেন। খন্দকার লাবিবাহ সাইয়ারা রিওনা দশ বছর ধরে স্কুলে সব বিভাগে ১ম স্থান অধিকার করে কৃতিত্বের সাথে ভালাে ফলাফল করে আসছে। এছাড়াও কনকচাঁপা হাউজের ক্যাপ্টেন ছিলো। এবং হাউজ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছিলো।