খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: 7:19 pm, September 1, 2025 | আপডেট: 7:19 pm,

খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খাগড়াছড়ি তৃণমূল বিএনপি। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সদর উপজেলার মহাজনপাড়ার সূর্য শিখা ক্লাব মাঠ প্রাঙ্গণে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ানের নেতৃত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এবং শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান।

 

সভাপতিত্ব করেন জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমা এবং সঞ্চালনা করেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গফুর আহম্মদ তালুকদার, প্রিয় রঞ্জন খীসা, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল, নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা প্রমুখ।

 

আলোচনা সভায় সমীরণ দেওয়ান বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। খাগড়াছড়ি আসন পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

 

এর আগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে পুনরায় সূর্য শিখা ক্লাব মাঠে ফিরে আসে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *