খাগড়াছড়িতে প্রশিকার আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ

প্রকাশিত: 1:11 pm, August 9, 2025 | আপডেট: 1:11 pm,

খাগড়াছড়িতে প্রশিকার আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় খাগড়াছড়ির চাইলাও পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন এডভোকেট জসীমউদ্দিন মজুমদার। এছাড়া প্রশিকার বিভাগীয় প্রধান সুনায়ন চাকমা ও খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান বৃক্ষনিধন, শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম জরুরি।

পরে ডালিম, পেয়ারা, কাটবাদামসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের মোট ১,৭০০ চারা ১০০ জন স্থানীয় বাসিন্দার মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা সবাইকে বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যায়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *