খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ, তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়


আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছি সার্কিট হাউসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অতুল সরকারের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন বিভাগের দপ্তরপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। তবে, আলোচিত এ তদন্ত পর্বে উপস্থিত ছিলেন না জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে জেলা পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যানকে সব ধরনের পরিষদীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, জিরুনা ত্রিপুরাকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রণালয় থেকেই এক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠে আসে, যার প্রেক্ষিতে মন্ত্রণালয় এ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।