খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধোলাইপাড়ে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত: 8:12 pm, January 9, 2026 | আপডেট: 8:12 pm,

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধোলাইপাড়ে কোরআন খতম ও দোয়া মাহফিল

মোঃ মনির হোসেন:বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার পরিবেশন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুরে রাজধানীর ধোলাইপাড় এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. ন. ম. সাইফুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

 

দোয়া মাহফিলে কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *