খালেদা জিয়ার সুস্থতা কামনায় তানভীর আহমেদ রবিনের দোয়া মাহফিল

প্রকাশিত: 12:24 am, December 7, 2025 | আপডেট: 12:24 am,

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তানভীর আহমেদ রবিনের দোয়া মাহফিল

মোঃ আনোয়ার হোসেন:  ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) থানা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

দোয়া মাহফিলকে ঘিরে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তানভীর আহমেদ রবিনের দোয়া মাহফিল

৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামপুর লাল মসজিদের খতিব মাওলানা আবু জাফর।

 

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *