খালেদা জিয়ার সুস্থতা কামনায় তানভীর আহমেদ রবিনের দোয়া মাহফিল

মোঃ আনোয়ার হোসেন: ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) থানা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলকে ঘিরে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।

৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামপুর লাল মসজিদের খতিব মাওলানা আবু জাফর।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

