খুলনাতেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু: খুমেকে ২৪ ঘণ্টায় চার রোগী ভর্তি, চিকিৎসাধীন ১৯

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ণ,

মোঃ খাইরুজ্জামান সজিব:খুলনাতেও ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া দুজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া গত জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ৫৫জন রোগী চিকিৎসা নিয়েছেন। নড়াইলের শিক্ষার্থী মোহাইমিনুল বলেন, তিনি ঢাকায় থেকে লেখাপড়া করেন। গত সোমবার তার সারা শরীর কাপিয়ে জ¦র আসে। এরপর বাড়ি চলে আসলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। এখন তার শরীর ভালোর দিকে। বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, তিনি ঢাকায় কাজের উদ্দেশে গিয়েছিলেন। ঈদের দুদিন আগে বাড়ি আসার পর তার জ¦র আসে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ঈদের পর থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটি মেডিক্যাল ওয়ার্ডে ডেঙ্গু কর্নার করা আছে। পরিস্থিতি যদি আরো খারাপ হয়-তাহলে করোনা ওয়ার্ডের পাশে ডেঙ্গু ওয়ার্ডের ব্যবস্থা করা হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *