খুলনায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত মুহাম্মাদ আল-আমিনকে নিসচা ডুমুরিয়ার বিশেষ সম্মাননা

প্রকাশিত: 10:58 pm, August 13, 2025 | আপডেট: 10:58 pm,

খুলনায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত মুহাম্মাদ আল-আমিনকে নিসচা ডুমুরিয়ার বিশেষ সম্মাননা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিন খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সামাজিক আন্দোলনমূলক সংগঠন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) ডুমুরিয়া শাখা।

 

বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন নিসচা ডুমুরিয়া শাখার পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

দায়িত্বকালীন সময়ে মুহাম্মাদ আল-আমিন ডুমুরিয়ার সার্বিক উন্নয়ন, জনগণের সেবা নিশ্চিতকরণ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

তাঁর এই অর্জনে ডুমুরিয়াবাসী গর্বিত ও আনন্দিত। উপস্থিত বক্তারা বলেন, তাঁর নিষ্ঠা ও দায়িত্ববোধ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সম্মাননা গ্রহণ করে মুহাম্মাদ আল-আমিন আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও অধিক দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা যোগাবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *