খুলনা-১ আসনে আমীর এজাজ খানই জনগণের পছন্দের প্রার্থী
 
									
খায়রুজ্জামান সজিব, খুলনা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দিঘলিয়া–তেরখাদা–বটিয়াঘাটা) আসনে সাধারণ জনগণের মুখে মুখে একটি নাম—আমীর এজাজ খান। স্থানীয় ভোটারদের মতে, এই আসনে তাঁর বিকল্প নেই। জনগণের সুখ–দুঃখের সঙ্গী হয়ে দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন।
বিগত কয়েক বছর ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় মানবিক ভূমিকা এবং সামাজিক নেতৃত্বের কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ভোটার—সব শ্রেণির মানুষই তাঁকে একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দেখছেন।
স্থানীয়দের মতে, আমীর এজাজ খান রাজনীতিকে ব্যক্তিগত লাভের হাতিয়ার নয়, বরং জনসেবার ক্ষেত্র হিসেবে দেখেন। তিনি বিভিন্ন সময় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে নিজ উদ্যোগে অংশ নিয়েছেন। দুর্দিনে মানুষের পাশে থাকা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার কারণে তাঁর প্রতি জনগণের আস্থা ক্রমেই বেড়েছে।
একাধিক এলাকার প্রবীণ ভোটাররা বলেন, “আমীর এজাজ খান আমাদের সন্তানসুলভ মানুষ। বিপদে–আপদে তিনি পাশে থাকেন। এমন নেতা এখন আর দেখা যায় না। এবার আমরা তাকেই জাতীয় সংসদে পাঠাতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-১ আসনে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যতই হোক না কেন, আমীর এজাজ খানের জনপ্রিয়তা ও জনআস্থা তাঁকে এগিয়ে রাখবে। সাধারণ মানুষের প্রত্যাশা—তিনি যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পান, তবে খুলনা-১ আসনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
 
														