খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ আগস্ট মীরসরাইয়ে অনুষ্ঠিতব্য যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বড়তাকিয়া বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ডা. শহিদুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন। মীরসরাই উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূরনবী করিম বাবলু, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম কোম্পানী, শহিদুল ইসলাম ও শাহাদাত হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি খন্দকার তাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক আসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান ও সদস্য সচিব আকবর মির্জা, ছাত্রদল নেতা ইকবাল হোসেন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, “আগামী ৫ আগস্টের যুব সমাবেশকে সফল করতে আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করবো। খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি এবার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”