গণমাধ্যম নিয়ে ”জাতীয় যুবশক্তির” অভিযোগে সম্পাদক পরিষদের তীব্র প্রতিবাদ

প্রকাশিত: 6:19 pm, August 13, 2025 | আপডেট: 6:19 pm,

গণমাধ্যম নিয়ে ”জাতীয় যুবশক্তির” অভিযোগে সম্পাদক পরিষদের তীব্র প্রতিবাদ
গণমাধ্যম নিয়ে ”জাতীয় যুবশক্তির” অভিযোগে সম্পাদক পরিষদের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

 জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ গণমাধ্যমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বুধবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ অভিযোগগুলোকে “ঢালাও ও ভিত্তিহীন” আখ্যা দিয়ে সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানায়।

সম্পাদক পরিষদ জানিয়েছে, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ওই সম্মেলনে গণমাধ্যমকে ‘গণ–অভ্যুত্থানে জড়িতদের চরিত্রহনন’ ও ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়— যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকেরা নানাভাবে নিপীড়ন, হয়রানি ও দমন–পীড়নের শিকার হয়েছেন।

সম্পাদক পরিষদ উল্লেখ করে, অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা ইস্যু সাহসী প্রতিবেদনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে গণমাধ্যম। বিশেষ করে মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণ–অভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখে।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও বেশির ভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে, জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখতে এবং সরকারের সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে কাজ করছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *