গতকাল ১২-১৪ মার্চ, ২০২৩ তারিখে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২৩ বিসিএসআইআর ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকায় উদ্বোধন করা হয়েছে। উক্ত মেলা চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩ | আপডেট: ১:৫৫ অপরাহ্ণ,

১২ মার্চ ২০২৩ তারিখে বিসিএসআইআর কর্তৃক আয়োজিত বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ইয়াফেস ওসমান, মাননীয় মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আ. ফ. ম. রুহুল হক, এমপি, সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং জনাব জিয়াউল হাসান এনডিসি, সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, চেয়ারম্যান, বিসিএসআইআর। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জাকের হোছাইন, সদস্য (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ডঃ মোঃ সারওয়ার জাহান, সদস্য (অর্থ) ও সচিব শাহ্ আবদুল তারিক, বিসিএসআইআর-এর বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, বিজ্ঞানীবৃন্দ। এছড়াও উপস্থিত ছিলেন উক্ত মেলায় অংশগ্রহণকারী স্কুল, কলেজ এর শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিজ্ঞান ক্লাব/ স্বশিক্ষিত ব্যক্তি, লীজি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

গতকাল ১২-১৪ মার্চ, ২০২৩ তারিখে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২৩ বিসিএসআইআর ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকায় উদ্বোধন করা হয়েছে। উক্ত মেলা চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *