গত ৪৮ ঘণ্টায় গাজা ভূখণ্ডে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: 4:11 pm, May 18, 2025 | আপডেট: 4:11 pm,

গত ৪৮ ঘণ্টায় গাজা ভূখণ্ডে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত
Ezoic

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে গাজা। গত ৪৮ ঘণ্টায় গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। একই সময়ে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে প্রায় তিন লাখ মানুষকে।

শনিবার (১৭ মে) এক বিবৃতিতে এসব তথ্য জানায় সরকারি মিডিয়া দপ্তর। রোববার বার্তাসংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়।বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধু উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ।’ গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক হাজারেরও বেশি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। গাজা শহরের দিকে জোর করে ঠেলে দেওয়া তিন লাখের বেশি মানুষ বর্তমানে আশ্রয় সংকটে রয়েছে। আশ্রয়কেন্দ্র, খাবার, পানি এবং ওষুধ—সবই রয়েছে চরম ঘাটতিতে।


একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *