গলাচিপায় জমি নিয়ে বিরোধে হামলা: নারীসহ ৩ জন আহত, দুই শতাধিক ফলজ গাছ কেটে বিনষ্ট

প্রকাশিত: 10:22 pm, September 15, 2025 | আপডেট: 10:22 pm,

গলাচিপায় জমি নিয়ে বিরোধে হামলা: নারীসহ ৩ জন আহত, দুই শতাধিক ফলজ গাছ কেটে বিনষ্ট

মোহাম্মদ নাসির উদ্দিন পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা ভুক্তভোগীর পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক চাষাবাদ করতে গেলে মিজানুর রহমান (৪২) বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে তার স্ত্রী মোসাঃ আসমা আক্তার (২৮) ও মা মোসাঃ হেনোয়ারা বেগম (৬৫)-সহ তিনজনকে এলোপাতাড়ি মারধর করা হয়।

 

ভুক্তভোগী মিজানুর জানান, হামলার সময় তার স্ত্রী আসমার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয় এবং তার একটি স্মার্টফোন কুড়ানো হয়। হামলাকারীরা বাড়ির আঙিনা ও আশপাশের জমিতে থাকা কলা, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফলজ গাছও কেটে বিনষ্ট করে।

গলাচিপায় জমি নিয়ে বিরোধে হামলা: নারীসহ ৩ জন আহত, দুই শতাধিক ফলজ গাছ কেটে বিনষ্ট

মিজানুর রহমান গলাচিপা থানায় জাহাঙ্গীর হাওলাদার, হারুন হাওলাদার, মাসুদ হাওলাদার, জাকির প্যাদা ও হানিফ হাওলাদারকে আসামি করে লিখিত অভিযোগ (সিরিয়াল নং: ১৮৩৭/২৫) দায়ের করেছেন।

 

স্থানীয় ইউপি সদস্য গাজী সালাউদ্দিন জানান, ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানায়নি। সংবাদ মাধ্যমে জানার পর আমি সরেজমিনে গিয়েছি। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।

 

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয়রা আশা করছেন, এই হামলার সঙ্গে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে এবং ভূমি বিরোধের শান্তিপূর্ণ সমাধান হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *