গাইবান্ধায় ‘নৈতিকতার দেয়াল’ ও ‘ভালো কাজের খাতা’ উদ্বোধন

প্রকাশিত: 4:48 pm, August 4, 2025 | আপডেট: 4:48 pm,

গাইবান্ধায় ‘নৈতিকতার দেয়াল’ ও ‘ভালো কাজের খাতা’ উদ্বোধন

 

সুনাগরিক গড়ে তুলতে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

 

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গাইবান্ধা জেলা প্রশাসনের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে শুরু হয়েছে ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ শীর্ষক একটি পাইলট প্রকল্প। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ চর্চায় উদ্বুদ্ধ করতে এই প্রকল্পের আওতায় চালু হয়েছে ‘নৈতিকতার দেয়াল’ ও ‘ভালো কাজের খাতা’ কার্যক্রম।

 

শনিবার (৩ আগস্ট ২০২৫) গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল মামুনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় ‘নৈতিকতার দেয়াল’ ও ‘ভালো কাজের খাতা’ উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “নৈতিকতা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তব জীবনে চর্চা করাও জরুরি। শিশুদের যদি শুরু থেকেই নৈতিক চর্চায় অভ্যস্ত করা যায়, তবে তারা বড় হয়ে আত্মনিয়ন্ত্রিত, সৎ ও দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে।”

 

‘নৈতিকতার দেয়াল’ একটি প্রতীকী প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন তাদের করা ভালো কাজ লিখে ঝুলিয়ে রাখতে পারবে। এটি হবে তাদের জন্য এক ধরনের উৎসাহ ও আত্মমূল্যায়নের জায়গা। পাশাপাশি, ‘ভালো কাজের খাতা’ হবে একটি ব্যক্তিগত ডায়েরি, যেখানে শিশুরা প্রতিদিনের ইতিবাচক কাজগুলো লিখে রাখবে।

 

প্রকল্পটির লক্ষ্য শুধু আচরণগত উন্নয়ন নয়, বরং দীর্ঘমেয়াদে শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক মূল্যবোধের চর্চাকে টেকসই করা। জেলা প্রশাসনের এ উদ্যোগ ইতোমধ্যেই অভিভাবক, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

 

শিক্ষা ক্ষেত্রে এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নৈতিক শিক্ষার সংকট মোকাবেলায় একটি কার্যকর মডেল হিসেবে দেশব্যাপী অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *