গাইবান্ধার পলাশবাড়ীতে মোঃ আরিফ মিয়ার উপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি

প্রকাশিত: 3:00 am, June 2, 2025 | আপডেট: 3:00 am,

গাইবান্ধার পলাশবাড়ীতে মোঃ আরিফ মিয়ার উপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আয়নাল হোসেন ছেলে মোঃ আরিফ মিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। অভিযোগে জানা যায়, ৩০ মে ২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় দোকান থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় এবং তার কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আরিফ মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরেই একটি চক্র তার উপর চাপ সৃষ্টি করে আসছিল। সর্বশেষ ঘটনায় হামলাকারীরা তার বাড়িতেও গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার পর মোঃ আয়নাল হোসেন,পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *