গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী নিহত যুবকের পরিচয় মিলছে

প্রকাশিত: 1:17 pm, July 26, 2025 | আপডেট: 1:17 pm,

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী নিহত যুবকের পরিচয় মিলছে

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী প্রবেশপত্র দেখে নাম সাজু মিয়া বলে পরিচয় মেলে, তার পিতা দুলাল মিয়া ও মাতা রিক্তা বেগম।

গতকাল রাত পৌনে এগারটার দিকে সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামে এক এএসআইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে চেষ্টা করে ওই যুবক। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে দৌড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের সঙ্গে পুকুরটিতে ঝাপ দেয়। এসময় খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি।

পরে পুলিশ রাতভর পুকুরটি পাহাড়ায় রাখে। ১০ ঘন্টা পর শুক্রবার সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার।

সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, যুবক থানায় এক কর্মকর্তা ছুরিকাঘাত করে পালিয়ে পাশের এক পুকুরে ঝাপ দেয় এবং সাতার না জানার কারণে মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা সাঘাটার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *