গাইবান্ধা শহর বিএনপির ৫ নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত


গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা শহর শাখার ৫ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধায় আব্দুল হাই আকবর আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি এই সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির আহবায়ক মো. শহিদুজ্জামান শহীদ।
শহর বিএনপির ৫ নং ওয়ার্ডের আহবায়ক শরিফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও মঞ্জুরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু,শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ।
এ সময় জেলা,সদরসহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে শরিফুল ইসলাম সেলিম সভাপতি ও মঞ্জুরুর ইসলাম সাধারণ সম্পাদক এবং মাসুদ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।