গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ল ৩ টি ঝুটের গোডাউন

প্রকাশিত: 4:08 am, April 10, 2025 | আপডেট: 4:08 am,

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ল ৩ টি ঝুটের গোডাউন

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়া জোড়া এলাকায় বুধবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি ঝুটের গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় বুধবার বিকালে পাঁচটার দিকে প্রথমে আলতাফ হোসেনের গোডাউনে আগুন লাগে।পরে আগুন পাশের ইমরান মিয়া ও হাফিজুর রহমানের ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে। প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টায় ব্যর্থ হলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ঝুট মালিকদের দাবি আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

গোডাউন মালিক হাফিজুর রহমান জানান বিকাল পাঁচটার সময় হটাৎ করেই আলতাফ ভাইয়ের গোডাউনে আগুন লাগে।পরে আমাদের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে । আমাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই আগুনে আমাদের নিঃস্ব করে দিয়েছে। ব্রাক ব্যাংক থেকে ঋণ নিয়ে গোডাউনকরেছিলাম কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান তিনটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ৩ ইউনিট ও কোনাবাড়ি ২ ইউনিট মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে। আরো যুক্ত হন খবর পেয়ে চন্দ্রা ওয়ালটন মাইক্রোটেক ফায়ার গুপ তাদের দল নিয়ে কাজ করেন। আরো যুক্ত হন ইকো নীটস তাদের ফায়ার গুপের দল নিয়ে আগুন নিয়ন্ত্রন আনার কাজ করেন তবে আগুন কিভাবে লাগলো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *