গাজীপুরে তথ্য সংগ্রহ কালে ৪ টিভি সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩ | আপডেট: ১০:১৭ অপরাহ্ণ,

মোঃ খাইরুজ্জামান সজিব, সাব এডিটর : গত ২ মার্চ (বৃহস্পতিবার) তথ্য সংগ্রহ কালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বাড়ীয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খানের নেতৃত্বে সন্ত্রাসীদের হামলায় ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, আরটিভির আজহারুল ইসলাম, মোহনা টিভির আতিকুর রহমান আতিক, মাইটিভির মাহবুব সহ ৪ টেলিভিশন সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনা সহ তাদেরকে আহত করা হয় ।

 

সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ।

 

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর সভাপতি এম শাহীন আলম এক বিবৃতিতে বলেন,সরকার দলীয় লোকদের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বেপরোয়া হয়ে পড়েছেন, তারা তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করে যাচ্ছেন, তাদের অনিয়মের তথ্য তুলে ধরার প্রক্রিয়া শুরু করলেই তারা সাংবাদিকদের হুমকি দমকি সহ বেপরোয়া ভাবে হামলা মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *