গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা


মোঃ আনোয়ার হোসেন: গাজীপুর মহানগরের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় মো. আসাদুজ্জামান তুহিন (৩৫) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। তিনি প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং চৌরাস্তা এলাকার কয়েকটি ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটের দিকে, জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকানে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনজন হামলাকারী দোকানে ঢুকে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে এবং আরও দুইজন বাইরে দাঁড়িয়ে ছিল ধারালো অস্ত্র নিয়ে।
হত্যাকাণ্ডের মাত্র এক ঘণ্টা আগেই তুহিন সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছিলেন যেখানে চৌরাস্তা এলাকার ভাসমান দোকান নিয়ে রিপোর্ট করেন। এরপর তিনি মসজিদ মার্কেটের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানেই তার ওপর এই নৃশংস হামলা চালানো হয়।
স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম জানান, “তুহিন দৌঁড়ে এসে আমার দোকানে ঢুকে পড়ে। পেছন থেকে তিনজন এসে তাকে কুপিয়ে হত্যা করে। আমি বাধা দিতে গেলে আমাকেও কুপিয়ে হত্যার হুমকি দেয় তারা। আশেপাশে অনেকে দেখলেও কেউ এগিয়ে আসেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত মনে হচ্ছে এবং এটি প্রচণ্ড ক্ষোভ থেকে ঘটানো হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করি দ্রুতই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।
পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, “আমরা কিছু ভিডিও ফুটেজ এবং ক্লু পেয়েছি। অপরাধীদের ধরতে অভিযান চলছে। একজন সাংবাদিককে প্রকাশ্যে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা।
এ ঘটনায় গাজীপুরসহ সারা দেশের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকে এ ঘটনাকে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা ও মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।