গুলশানে ভবনে আগুন, এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ণ,

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি ভবনে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি।

 

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে বনানী ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

 

ওই ক্লিনিকের কাস্টমার কেয়ারের ইনচার্জ আশিষ বিশ্বাস জানান, আগুনের সংবাদ পেয়ে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যাই।

 

পরে ফায়ার সার্ভিসের লোকজন ব্যাগে ভরে এক ব্যক্তির মরদেহ আমাদের মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলশানের অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

তার মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার শরীরে কোনো দগ্ধ হওয়ার চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, ভবন থেকে লাফিয়ে পড়ে তিনি মারা গেছেন।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, রাজধানী গুলশানে ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণ আসেনি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর ও আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *