গুলিস্তানের নবাবপুর রোডে অবৈধ পার্কিং অপসারণ করে রাস্তা পুরোপুরি সচল করলো ট্রাফিকের লালাবাগ বিভাগ

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪ | আপডেট: ২:৪৬ অপরাহ্ণ,

মোঃ রাসেল কবির:::

রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে ও মেয়র হানিফ ফ্লাইওভারের উঠা নামার রেম্পের মুখে অবৈধভাবে পার্কিং করে যানজট নিরসনের জন‍্য ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনারের নির্দেশে ফুলবাড়িয়া ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার রাজিব গাইনের নেতৃত্বে অবৈধ পার্কিং ও অবৈধ ভাবে রাস্তায় বসে হকারী করাদের অপসারণ করে রাস্তাকে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাকালের জন‍্য উম্মুক্ত করে দেন। ফুলবাড়িয়া জোনের ট্রাফিক ইন্সপেক্টর আতিকুজ্জামান খান ও ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল সহ অন্যান্য অফিসারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দোকান মালিক ও ব্যবসা পরিচালনাকারী মোঃ শফিউল্লাহ সাথে কথা বলে জানা যায় যে, ট্রাফিক পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন এবং মাঝে মাঝে নবাবপুর রোডের ভিতরে ডিউটিও করেন। যদি সব সময় নবাবপুর রোডের ভিতরে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে তাহলে আমরা স্বস্তিতে ব্যবসা পরিচালনা করতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার ট্রাফিক জনাব রাজীব গাইন জানান, জনবল সংকটের কারণে সব সময় নবাবপুর রোডের ভিতর ট্রাফিক পুলিশ মোতায়েন করা সম্ভব হয় না। জনবল বৃদ্ধি পেলে আমরা সব সময় ব্যবস্থা রাখবো।

তিনি আরো জানান, নবাবপুর ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ১৪ জন কমিউনিটি পুলিশ আমাদের সাথে কাজ করছে

রাস্তা সচল হওয়াতে স্থানীয় ব্যবসায়ী এবং রাস্তায় চলাচলকারী সকলেই ট্রাফিক পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *