গেন্ডারিয়া পুকুর উদ্ধারে রাজউকের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। পুকুর ভরাট করে নির্মিত স্থাপনার বেশির ভাগই গুড়িয়ে দেওয়া হয়েছে।
তবে উদ্ধার অভিযান পরিচালনার সময় পুকুরের চারপাশে থাকা বেশ কয়েকটি গাছ কাটা পড়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর দেড়টায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস পুকুর দখলমুক্ত করার ঘোষণা দেন। এরপর আজ উদ্ধার অভিযান পরিচালিত হয়।