চন্দনাইশে খেজুর-ঔষধি গাছ রোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি


স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১ আগস্ট (শুক্রবার) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাফেজনগর দরবার শরীফ প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স, জাতীয় পত্রিকা ভোরের আওয়াজ, আমার প্রাণের বাংলাদেশ, আনন্দবার্তা এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড–এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ১০০০টি খেজুর ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন হাফেজনগর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি মিনহাজুল রহমান আলকাদেরী। উদ্বোধক ছিলেন পরিবেশ সংগঠক মো. মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ করেন।
কর্মসূচির শেষাংশে অতিথিরা খেজুর ও সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।