চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুহাম্মদ গিয়াস উদ্দিনের

প্রকাশিত: 3:40 am, July 22, 2025 | আপডেট: 3:40 am,

চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুহাম্মদ গিয়াস উদ্দিনের

 

নারায়ণগঞ্জ থেকে হাতিম বাদশা : নারায়ণগঞ্জে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার। রাজনীতি হলো জনসেবার মাধ্যম, কোনোভাবেই ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার নয়। অথচ আমাদের প্রিয় নারায়ণগঞ্জে কিছু অসাধু ব্যক্তি চাঁদাবাজির মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।”

 

তিনি চাঁদাবাজিকে ‘সমাজ ও রাষ্ট্রের ক্যান্সার’ আখ্যা দিয়ে বলেন, এর ফলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নয়ন বাধাগ্রস্ত এবং মানুষ চরম অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে।

 

গিয়াস উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “চাঁদাবাজদের বিএনপিতে কোনো স্থান নেই। আমরা নারায়ণগঞ্জকে একটি চাঁদাবাজমুক্ত, সুশাসনের জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলকে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।”

 

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার এবং সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও নাগরিকদের আহ্বান জানান এসব অপরাধীকে সামাজিকভাবে বয়কট ও প্রতিরোধ করতে।

 

“চাঁদাবাজদের কোনো দল নেই, কোনো আদর্শ নেই—তারা শুধুই অপরাধী। আসুন, এই অপরাধীদের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেই, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা নারায়ণগঞ্জ উপহার দিই,”—বলেন গিয়াস উদ্দিন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *