চোরকে বিকাশে টাকা দিলেও ফেরৎ দেয়নি চুরি করা মিটার


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : রবিবার দিবাগত রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরীর (৬৬) ইটভাটা ও চাউলকলের ২’টি বৈদ্যতিক মিটার চুরি হয়েছে। চোরাই মিটার ফেরৎ পেতে চোরচক্র চিরকুটে মোবাইল ০১৭০৪-৫২৫৯৮৬ নাম্বার রেখে যায়। চোরের চাহিদা অনুযায়ী বিকাশে টাকা দিলে একটি মিটারের সন্ধ্যান দেয়। মিটার উদ্ধার সহ চোরচক্রকে ধরে আইনের আওতায় শাস্তির জন্য থানায় লিখিত অভিযোগ করেন আনোয়ারুল চৌধুরী।
অভিযোগে জানা যায়, উপজেলার বাগজানা রেল স্টেশনের পূর্বপাশের ইটভাটার ও পাঁচবিবি-হিলি পাকারাস্তা সংলগ্ন বাগজানার মাষ্টারপাড়ায় অবস্থিত চাউলকল, চাতাল ও বিশাল মুরগির সেটের মোট ২’টি বৈদ্যতিক মিটার রাতে চুরি হয়। নিয়মিত নিরাপত্তাকর্মী দায়িত্বপালন করলেও রবিবার ১২’মে রাত ২’টার সময় সুপরিকল্পিতভাবে একই রাতে মিটার ২’টি চুরি হয়। চোরের রেখে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে তারা ১০’হাজার টাকা চাঁদা দাবি করে। চোরচক্রের কথামত প্রথমে ৬’হাজার টাকা বিকালে দিলে ইটভাটার মিটারের সন্ধ্যান দেয়। চাউল কলের মিটারের জন্য চোরচক্র আরো ৪’হাজার টাকা দাবি করে। অনেক অনুরোধে আড়াই হাজার টাকায় চোরকে রাজি করিয়ে টাকা দেওয়ার পরই ফোন বন্ধ করে দেয়। সারাদিন শতবার ফোন দিয়েও ফোন সচল পাওয়া যায়নি এবং চাউল কলের মিটার পাওয়া যায়নি। চৌধুরী সাহেব বলেন, বিদ্যুতের অভাবে ভরা মৌসুমে চাউল কলটি আমার বন্ধ আছে। এছাড়া সেটে প্রায় ১০-১২ হাজার ছোটবড় মুরগি আছে বিদ্যুৎ না থাকায় আলোর স্বল্পতা দেখা দিয়েছে। সময়মত মুরগিগুলোকে খাবারের সাথে পানি সরবরাহ করতে না পারলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও জানান তিনি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, বাগজানা এলাকা থেকে ২’টি পল্লীবিদ্যুতের মিটার চুরির লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরের রেখে যাওয়া বিকাশ নাম্বারের মাধ্যমে চোরচক্রকে ধরে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা হবে।