চোরাচালান প্রতিরোধে দ্বিতীয় হলো নেত্রকোনা জেলা পুলিশ
ইমন রহমান: নেত্রকোনা জেলার দূর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্রতিবেশী দেশের সীমান্ত ঘেরা। সীমান্তের দু-উপজেলাসহ জেলার চোরাচালান প্রতিরোধে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২০২২ সালে চোরাচালান প্রতিরোধ খ ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটসমূহের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে জেলা পুলিশ নেত্রকোনা।
চোরাচালানকৃত পণ্য উদ্ধার এবং প্রতিরোধে ভালো ফলাফলের কারণে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন ।
পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোনা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফলে এই ফলাফল আমরা পেয়েছি। আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।