ছাগলে ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় পুরো ক্ষেত ধ্বংস, কৃষককে মারধর ও হত্যার হুমকি

প্রকাশিত: 10:50 pm, December 20, 2025 | আপডেট: 10:50 pm,

ছাগলে ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় পুরো ক্ষেত ধ্বংস, কৃষককে মারধর ও হত্যার হুমকি

জেলা প্রতিনিধি, মোঃ জাকির হোসেন: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ছাগলে ক্ষেতের ফসল নষ্ট করার প্রতিবাদ করায় জাকির নামের এক কৃষকের ওপর হামলা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

 

এ সময় হামলাকারীরা জাকিরের তরমুজ ক্ষেত সম্পূর্ণভাবে নষ্ট করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর বিকেল প্রায় ৩টার দিকে গলাচিপা উপজেলার ইছাদি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীর ছাগল জাকিরের তরমুজ ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার চিহ্নিত কয়েকজন দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। তারা জাকিরকে বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

 

একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় জাকির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

অভিযোগে জানা গেছে, হামলায় জড়িতরা হলেন, ইলিয়াস মৃধা (৪০), নয়ন মৃধা, ইউসুফ মৃধা (পিতা: মোখলেছ মৃধা), ইমদাদুল মৃধা ও রাহাদুল মৃধা (পিতা: নয়ন মৃধা), এবং ইজাজুল মৃধা (পিতা: ইউসুফ মৃধা)। অভিযুক্ত সবাই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইছাদী গ্রামের বাসিন্দা।

 

ভুক্তভোগী জাকির জানান, শুধু মারধরই নয়, তার কষ্টার্জিত তরমুজ ক্ষেত সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।

 

এ ঘটনায় জাকির গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে গলাচিপা থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *