ছাত্রদল নেতা জুয়েল মৃধার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ


নাজমুল হাসান:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ভান্ডারিয়ার কৃতি সন্তান মো. জুয়েল মৃধা রবিবার ঢাকার ৯ নম্বর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দশ বছর আগে ২০১৫ সালের অবরোধকালে দায়ের হওয়া একটি মামলায় আদালত জুয়েল মৃধাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। আজ সেই রায় কার্যকর করতেই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
দলীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে মোট ৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি খালাস পেয়েছেন এবং বাকি মামলাগুলোর কার্যক্রমও শেষ পর্যায়ে।
জুয়েল মৃধা ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্বে আছেন। শিক্ষা জীবন থেকেই সংগঠনের মাঠপর্যায়ে সক্রিয় এই নেতা ঢাকার বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আওয়ামী লীগ সরকারের আমলে জুয়েল মৃধা একাধিকবার গ্রেপ্তার, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হন বলে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা ও হয়রানির শিকার হলেও তিনি সংগঠনের কর্মসূচি থেকে পিছু হটেননি ।
পিরোজপুর-২ আসনে জুয়েল মৃধার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। স্থানীয়দের মতে, তিনি শুধু ছাত্ররাজনীতির একজন সক্রিয় কর্মী নন, বরং তরুণ প্রজন্মের কাছে সংগ্রামী নেতার প্রতীক। প্রতি বছর তার জন্মদিনে স্থানীয় নেতাকর্মীরা দোয়া মাহফিল ও কেক কেটে শুভেচ্ছা জানিয়ে থাকেন।
স্থানীয় একজন প্রবীণ নেতা বলেন, “জুয়েল আমাদের ভান্ডারিয়ার গর্ব। হামলা-মামলা সহ্য করেও তিনি কখনো আমাদের ছেড়ে যাননি।”
রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে—পিরোজপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জুয়েল মৃধাকে মনোনয়ন দেওয়া হতে পারে। এলাকাবাসীর বিশ্বাস, মাঠপর্যায়ে তার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও জনপ্রিয়তা তাকে ধানের শীষের শক্তিশালী প্রার্থী করে তুলবে।
জুয়েল মৃধা এক নজরে:
বর্তমান পদ: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (কেন্দ্রীয়)
সাবেক প্রচার সম্পাদক (জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা)
মোট মামলা: ৫৭টি (অধিকাংশে খালাসপ্রাপ্ত)
রাজনৈতিক সক্রিয়তা: শিক্ষাজীবন থেকেই
সম্ভাব্য প্রার্থী: পিরোজপুর-২ আসনে ধানের শীষ
বহু মামলা, হামলা ও নির্যাতন সত্ত্বেও জুয়েল মৃধা ছাত্রদলের রাজনীতিতে অবিচল রয়েছেন। আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ শুরু করলেও তার জনপ্রিয়তা ও ত্যাগের কারণে ভান্ডারিয়ার মানুষ বিশ্বাস করেন—একদিন তিনি জাতীয় সংসদে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন।