ছাত্রলীগ কর্মীর হাত পায়ের রগ কাটলো শিবির!


স ম জিয়াউর রহমান : সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে হেলমেট পরা একদল হামলাকারী।
আহত ওই ছাত্রলীগ কর্মীর নাম রাহাত হোসেন (২৪)। তার পরিবার এই হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছে।
গতকাল ৯ সেপ্টেম্বর রাতে নগরের লাক্কাতুরা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রাহাতের বাবা ফারুক হোসেন জানান, তার ছেলের হাত-পায়ের রগ ও পায়ের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে এবং বাম হাতের দুটি আঙুল কেটে ফেলা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন, কারণ প্রায় আট-নয় মাস আগে জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে তার ছেলের ঝামেলা হয়েছিল।
তবে, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, শিবিরের কোনো সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং এটি একটি ভিত্তিহীন অভিযোগ। সিলেট বিমানবন্দর থানার ওসি জানিয়েছেন, পুলিশ তথ্য সংগ্রহ করছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।