জনগণের খেদমত ও উন্নয়নের অঙ্গীকারে মুন্সিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম রিন্টু

প্রকাশিত: 12:08 pm, December 28, 2025 | আপডেট: 12:08 pm,

জনগণের খেদমত ও উন্নয়নের অঙ্গীকারে মুন্সিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম রিন্টু

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন খোরশেদ আলম রিন্টু। জনগণের সেবা ও এলাকাবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানান।

খোরশেদ আলম রিন্টু বলেন, দীর্ঘদিন ধরে এই আসনের মানুষ নানা অবহেলা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। বিশেষ করে স্কুল ও কলেজগুলোর পরিবেশ উন্নত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকার মানুষের প্রধান জীবিকা কৃষিনির্ভর। তাই কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে তিনি সরাসরি পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

খোরশেদ আলম রিন্টু বিশ্বাস করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে মুন্সিগঞ্জ-১ আসনকে একটি উন্নত, স্বনির্ভর ও জনবান্ধব অঞ্চলে পরিণত করা সম্ভব।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *