জনগুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক: মেয়র
হীমেল কুমার মিত্র: রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, তিস্তা উত্তরের মানুষের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।
উত্তরাঞ্চল দেশের শস্যভান্ডার হলেও প্রতিবছর তিস্তার কারণে আবাদি জমিসহ ঘড়বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এভাবে এই শস্যভান্ডার বিনষ্ট হতে থাকলে বাংলাদেশকে আমদানি নির্ভরশীল হতে হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ (২৯ আগস্ট) শনিবার সকালে রংপুর সিটি করপোরেশন হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ২ কোটি মানুষের চাওয়া পদ্মা সেতুর মতো জনগুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। প্রধানমন্ত্রীও খুব শিগগিরই এ ঘোষণা দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ‘তিস্তা বাঁচা, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘তিস্তা কোটি মানুষের স্বপ্ন, আস্থা এখন শুধুই শেখ হাসিনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুর বিভাগ হবে মিঠাপানি রফতানিকারক অঞ্চল।’