জমে উঠেছে ঢাকা-৪ আসনের নির্বাচনী প্রচারণা

মোঃ আনোয়ার হোসেন: ঢাকা-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা এখন তুঙ্গে।
শ্যামপুর-কদমতলী এলাকার অলিগলি, প্রধান সড়ক, বাজার, মোড়—সব জায়গাই নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ভরে উঠেছে। পুরো এলাকা এখন উৎসবমুখর রাজনৈতিক পরিবেশে সরগরম।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নাল আবেদীন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিদিনই মাঠে আছেন।
প্রার্থীরা বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ, মিছিলসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ভোটারদের দোরগোড়ায় গিয়ে নিজেদের পক্ষের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন, স্থানীয় সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন এবং আগামী দিনের অঙ্গীকার ব্যাখ্যা করছেন।
ঢাকা সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড নিয়ে গঠিত শ্যামপুর-কদমতলী এলাকাজুড়ে এখন এক ধরনের প্রতিযোগিতামূলক প্রচারণা লক্ষ করা যাচ্ছে। সকাল-সন্ধ্যা প্রচার, পোস্টারিং, পথসভা, মোটরসাইকেল শোডাউন—সব মিলিয়ে প্রচারের উত্তাপ দিন দিন বাড়ছে।
নির্বাচন ঘনিয়ে আসায় এলাকাবাসীও উৎসাহী হয়ে উঠেছেন। ভোটারদের মধ্যে আলোচনা চলছে সম্ভাব্য প্রার্থী, তাদের যোগ্যতা, এবং আগামী দিনের উন্নয়ন প্রেক্ষাপট নিয়ে।
ঢাকা-৪ আসনের এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা।

