জয়পুরহাটে অনুষ্ঠিত হলো বম্বু ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা


মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়ে এ বর্ধিত সভা। পরে হিচমী বাজারে ইউনিয়ন বিএনপি’র নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
বন্বু ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: ফিরোজ আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির।
বম্বু ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফয়জুল সরদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব মন্ডল।
এ সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বম্বু ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডালিম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বনি, বম্বু ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা একরামুল হক, উজ্জল হোসেন, আবু বক্কর, আব্দুস সাত্তার, শাহীন ও স্থানীয় ইউনিয়ন বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে হিচমী বাজারে বম্বু ইউনিয়ন বিএনপির একটি নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জেলা থেকে আগত নেতৃবৃন্দরা।