জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সহ সভাপতি মৌসুমি আক্তার, রেখা আক্তার ও সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
পরে জেলা বিএনপির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এছাড়া দিনব্যাপী মহিলাদলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।