জাতীয়তাবাদী ওলামা দল কোতোয়ালী থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: 9:41 am, August 29, 2025 | আপডেট: 9:41 am,

জাতীয়তাবাদী ওলামা দল কোতোয়ালী থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কোতোয়ালী থানার আয়োজনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্তোরাঁয় এ সম্মেলন বসে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন পীরে কামেল মাওলানা মুফতি মোঃ আলমগীর হোসাইন খলিলী, আহ্বায়ক, জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণ। তিনি বলেন, অনেক দলের আলেম-ওলামা ইসলামকে যথাযথভাবে প্রচার করতে ব্যর্থ হচ্ছেন। জাতীয়তাবাদী ওলামা দল দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামের সঠিক চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। দলের প্রত্যেক সদস্যকে আদর্শ ও ত্যাগের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফারুক হোসেন রুদ্র, সদস্য সচিব, জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণ। তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেনঃ মাওলানা শফিকুল ইসলাম (সজিব), সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ দেলোয়ার হোসেন (আলতু), যুগ্ম আহ্বায়ক, মোঃ রাশেদুল ইসলাম (রাসেল), যুগ্ম আহ্বায়ক, হাফেজ মাওলানা মোঃ আব্দুস সামাদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, মাওলানা মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণ।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেনঃ মোঃ মোস্তাক আহমেদ (সাবেক সভাপতি, ছাত্রদল কোতোয়ালী থানা ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি), মোঃ হাজী পারভেজ আলম, মোঃ সজল আহমেদ খান, মোঃ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান শিমুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভাপতিত্ব করেন এস. এম. হৃদয় ইসলাম চুন্নু, আহ্বায়ক, কোতোয়ালী থানা জাতীয়তাবাদী ওলামা দল। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা, সংগ্রামী বিপ্লবী, ঢাকা মহানগর আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দলের দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাবো। সংগঠনের প্রতিটি কর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে ত্যাগ ও সততার সাথে কাজ করে যেতে হবে।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মিলন হোসেন নিরব, সদস্য সচিব, কোতোয়ালী থানা জাতীয়তাবাদী ওলামা দল।

 

কর্মী সম্মেলন শেষে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *