জাতীয় পার্টির সাবেক এমপি বাবলাও পলাতক

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪ | আপডেট: ১০:০২ অপরাহ্ণ,

নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি না হয়েও আত্মগোপনে রয়েছেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো তাকেও নিজ এলাকায় দেখা যাচ্ছে না।

 

এদিকে, জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সে যুক্ত থাকলেও সার্বক্ষণিক তার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে উঠাবসা ছিল। পাশাপাশি মহাজোট গঠন করার স্বার্থে আওয়ামী লীগ টানা দুইবার এই আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়। এর ফলে দুইবারই বড় ব্যবধানে এমপি নির্বাচিত হোন সৈয়দ আবু হোসেন বাবলা।

 

তবে সর্বশেষ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে না দেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডঃ মোঃ আওলাদ হোসেনের নিকট তার পরাজয় ঘটে।

 

পরাজয়ের পর থেকে শ্যামপুর কদমতলী তথা ঢাকা -৪ এর রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি । তবে নতুন সরকার গঠনের পূর্বে মাঝে মধ্যে এলাকার রাজনীতিতে সক্রিয় দেখা গেছে তাকে। এর ফলে তাকে ঘিরে ফের আশার আলো দেখতে পারছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের পতনের পর আবারও একই দশা হয় জাতীয় পার্টির এই কো-চেয়ারম্যনের। বর্তমানে তিনি নিখোঁজ রয়েছেন। এর ফলে আওয়ামী লীগের উপর নির্ভরশীল হয়ে থাকে চলতে হতো তার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। যতোদিন নাগাদ আওয়ামী লীগ রাজনীতিতে কামব্যাক করতে না পারছেন বাবলাও ততোদিন রাজনীতিতে আর আসতে পারছেন না। সেই সঙ্গে আগামীতে তার রাজনীতি করার সুযোগ ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *