জাতীয় ভোক্তা অধিকারে নতুন মহাপরিচালক ফারুক আহম্মেদ

প্রকাশিত: 3:12 pm, September 9, 2025 | আপডেট: 3:12 pm,

জাতীয় ভোক্তা অধিকারে নতুন মহাপরিচালক ফারুক আহম্মেদ

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এর আগে এ পদে দায়িত্ব পালন করছিলেন গ্রেড–১ কর্মকর্তা মো. আলীম আখতার খান। তিনি গত ৩১ আগস্ট অবসরে যান। ফলে মহাপরিচালকের পদটি শূন্য হয়।

 

প্রশাসনিক সূত্রে জানা যায়, নতুন মহাপরিচালক ফারুক আহম্মেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগে ভোক্তা অধিকার অধিদপ্তরের কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

 

অন্যদিকে একই প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস–চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে ন্যায্যতা নিশ্চিত করা এবং প্রতারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন মহাপরিচালকের নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও জোরদার হবে বলে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা মনে করছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *