জাতীয় সংসদ নির্বাচন: ঢাকা-৮ আসনে মোঃ রাসেল কবিরের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ রাসেল কবির। আজ ২৯ শে ডিসেম্বর দুপুর দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় মোঃ রাসেল কবির বলেন, ঢাকা-৮ আসনের উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার ভোটাররা তাকে সমর্থন দিয়ে বিজয়ী করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে।
