জুতার ভেতর ১৫ সোনার বার, দুজন আটক

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ণ,

নিজস্ব প্রতিবেদক: খুলনায় জুতার মধ্যে লুকিয়েই পাচার করা হচ্ছিল সোনার বার। তাও আবার সামান্য নয়, ১৫টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে ৭শ’গ্রাম। কিন্তু বিধি বাম। জুতার মধ্যে সোনা নিয়ে ঠিকভাবে হাঁটতে না পারায় সন্দেহ হয় পুলিশের। যথারীতি ধরা খেয়ে এখন পুলিশের হেফাজতে সোনা চোরাকারবারি ইমন ও আবুল হোসেন। আটক ইমন ও আবুল হোসেন দুজনই ঢাকার বাসিন্দা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এটি খুলনার বর্তমান সময়ের সবচেয়ে বড় সোনার চালান।

বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি এনামুল হক। তিনি জানান, সকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়িতে চড়ে খুলনার উদ্দেশ্যে আসেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে তার জিরোপয়েন্ট এলাকায় সাতক্ষীরা যাওয়ার জন্য নামেন। দুজনের জুতায় সোনার বারগুলো লুকানো থাকায় তাদের হাঁটতে কষ্ট হচ্ছিল। এ সময়ে থানার একজন অফিসার তাদের হাঁটার ভঙ্গি দেখে সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন জুতার মধ্যে সোনার বার রয়েছে।

তিনি আরও বলেন, জিরোপয়েন্টে নেমে তারা সাতক্ষীরার বাসের সন্ধান করছিল। তারা সাতক্ষীরা হয়ে বারগুলো ভারতে পাচার করতে চেয়েছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *