জুরাইনের সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি চরমোনাই পীরের


মোঃ আনোয়ার হোসেন: রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বর সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকেই পরিণত হয়েছিল রাজনৈতিক সমাবেশের প্রাণকেন্দ্রে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ গণসমাবেশ ঘিরে দুপুরের পর থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে নেতাকর্মীরা মিছিল-স্লোগানে সমবেত হতে থাকেন।
সমাবেশের মূল আকর্ষণ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি জাতীয় নির্বাচনকে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ আখ্যা দিয়ে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের মাধ্যমেই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা প্রত্যেকেই রাষ্ট্র সংস্কার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জুলাই সনদের আইনী স্বীকৃতির পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করেন।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-০৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঢাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকল্প রাজনীতির দিগন্ত উন্মোচন করতে চায়।