জুরাইনে হকার: বিকেলে উচ্ছেদ, সন্ধ্যায় আবার বসলো 

প্রকাশিত: 12:39 am, August 25, 2025 | আপডেট: 12:39 am,

জুরাইনে হকার: বিকেলে উচ্ছেদ, সন্ধ্যায় আবার বসলো 

 

স্টাফ রিপোর্টার, জুরাইন থেকে: রাজধানীর জুরাইনে গতকাল বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্যামপুর ও কদমতলী থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ দোকানপাট ও হকারদের উচ্ছেদ করা হয়।

জুরাইনে হকার: বিকেলে উচ্ছেদ, সন্ধ্যায় আবার বসলো 

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়। এসময় রাস্তায় বসানো হকারদের চৌকি ও বিভিন্ন সরঞ্জাম সরিয়ে দেওয়া হয়। রাস্তা ফাঁকা করে দেওয়া হলেও পুলিশের দল এলাকা ত্যাগ করার অল্প সময় পরই হকাররা পুনরায় আগের জায়গায় বসে পড়ে এবং ব্যবসা শুরু করে।

 

স্থানীয় পথচারী ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক ঘণ্টার এই উচ্ছেদ অভিযানের কোনো কার্যকারিতা নেই। যদি স্থায়ীভাবে ব্যবস্থা না নেওয়া হয় তবে জনসাধারণের দুর্ভোগ কমবে না। রাস্তা দখলমুক্ত না থাকায় পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে না এবং যানজটও সৃষ্টি হয়।”

জুরাইনে হকার: বিকেলে উচ্ছেদ, সন্ধ্যায় আবার বসলো 

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র তাৎক্ষণিক উচ্ছেদ নয়, বরং দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণ করলেই জনসাধারণ সুফল পাবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *