জুরাইনে ফায়ার সার্ভিসের চিত্র ও আগুন প্রদর্শনীতে গণসংযোগ কর্মসূচি

মো. আনোয়ার হোসেন: দুর্ঘটনা ও দুর্যোগে সবার পাশে, সবার আগে— এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর জুরাইনে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক গণসংযোগ কর্মসূচি।
১৩ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় জুরাইন ট্রাফিক পুলিশ বক্স প্রাঙ্গণে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্ক্রিনে বিভিন্ন চিত্র প্রদর্শনের মাধ্যমে জনগণকে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করা হয়। এছাড়া সরজমিনে আগুন লাগিয়ে আগুন লাগার কারণ ও তা থেকে তাৎক্ষণিকভাবে নিরাপদে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ জোন- ৫ এর ডিএডি ফয়সালুর রহমান, পোস্তগোলা স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়াদ্দার সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টেলিভিশনের সিটি রিপোর্টার মোঃ মনির হোসেন, গ্লোবাল নিউজের স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন ও বাংলাদেশ সমাহারের সিটি রিপোর্টার শাহ মোয়াজ্জেম হোসেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া নিরাপদ নগর গড়া সম্ভব নয়। প্রত্যেককে নিজের বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত জনগণ ফায়ার সার্ভিসের প্রদর্শনী দেখে উৎসাহিত হন এবং এমন কর্মসূচি নিয়মিত করার দাবি জানান।

