জুরাইনে শিশু নিখোঁজের ঘটনা: অভিভাবকদের শঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন এলাকার মদিনা মসজিদের পেছনের অংশ এবং মাইনুদ্দিন স্কুলের পেছনের গেট সংলগ্ন এলাকায় রহস্যজনকভাবে শিশু নিখোঁজ হওয়ার ঘটনা অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক-দেড় মাস পরপর এ ধরনের ঘটনা ঘটছে।
গত জুন মাসের মাঝামাঝি সময় অন্তত তিন থেকে চারজন শিশু নিখোঁজ হয়েছিল। এরই ধারাবাহিকতায় গতকালও একটি শিশু নিখোঁজ হয় এবং আজও একই ধরণের আরেকটি ঘটনা ঘটেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, আগামী দিনগুলোতেও একইভাবে শিশু হারিয়ে যেতে পারে।
একজন অভিভাবক বলেন, “এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। একই জায়গা থেকে বারবার শিশু হারিয়ে যাওয়া কোনো সক্রিয় চক্রের ইঙ্গিত দিচ্ছে।”
এলাকাবাসীর অভিযোগ, এতগুলো শিশু হারিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত এর কোনো সঠিক তদন্ত হয়নি। নিখোঁজ শিশুদের খোঁজ মেলেনি। ফলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে। একইসঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি বাড়তি নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।
বিশ্লেষকরা মনে করছেন, শিশু পাচার বা অন্য কোনো অপরাধী চক্র সক্রিয় থাকতে পারে। তাই প্রতিটি ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা জরুরি।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের প্রতি স্থানীয়দের দাবি— এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।
শিশুদের নিরাপত্তা এখন সময়ের দাবি। অপ্রত্যাশিত কোনো বিপর্যয় ঠেকাতে হলে সচেতনতা, সতর্কতা ও কঠোর নজরদারিই হতে পারে একমাত্র উপায়।