জুরাইনে সিএনজি চালক পাপ্পু শেখ হত্যা: র‍্যাব-১০ এর অভিযানে দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: 7:12 pm, December 2, 2025 | আপডেট: 7:12 pm,

জুরাইনে সিএনজি চালক পাপ্পু শেখ হত্যা: র‍্যাব-১০ এর অভিযানে দুই আসামি গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা:  রাজধানীর জুরাইন এলাকায় সিএনজি অটোরিকশা চালক পাপ্পু শেখ (২৬) হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 

র‍্যাব জানায়, গত ০১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে পূর্বশত্রুতা ও মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘবদ্ধ বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রুপ পাপ্পু শেখের ওপর সশস্ত্র হামলা চালায়।

 

পাপ্পু শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে হামলাকারীরা তাকে আটকে ফেলে। একপর্যায়ে গ্রুপের প্রধান বাপ্পারাজ তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পাপ্পুকে লক্ষ করে পরপর তিনটি গুলি ছোড়ে। এর একটি গুলি তার শরীরের বাম পাশে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত আদ-দ্বীন হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের বাবা কদমতলী থানায় মামলা নং ০১, তারিখ ০২/১২/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে র‍্যাব-১০ এর সহায়তা চান।

 

এরপর সিপিসি–১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সকাল ১১টা ১৫ মিনিটে জুরাইন আলমবাগ এলাকা থেকে মোঃ ইউসুফ সরদার (৪৫)-কে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে জুরাইন রেলগেট এলাকা থেকে মোঃ উজ্জল ওরফে কাঞ্চি (৩০)-কে গ্রেফতার করে।

 

র‍্যাব জানায়, গ্রেফতার ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদকসহ তিনটি এবং উজ্জল ওরফে কাঞ্চির বিরুদ্ধে মাদক আইনের দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা হত্যাকাণ্ড, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন, নৃশংস হত্যাকাণ্ডসহ সংবেদনশীল ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *