জুরাইনে সিএসএস এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


সিএসএস এর ঢাকা দক্ষিণ জোনের শ্যামপুর অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মে শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর জুরাইনের খন্দকার রোডের ইদ্রিস আলি নগরে সিএসএস এর কার্যালয় প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সের প্রায় শতাধিক নারী পুরুষ কে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা বারডেম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ নাহিদ হাসান (হৃদয়)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ জোনের শ্যামপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়ডোবা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল ও পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ কাউসার হোসেন, জুরাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ রাসেল কবির।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন, সিএসএস একটি জনকল্যাণ মূলক মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক ও মানবিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
বিশেষ অতিথির বক্তৃতায় ডাক্তার মোঃ কাউসার আলম বলেন সিএসএস একটি মানবিক প্রতিষ্ঠান। আমি এর বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামপুর-০২ ব্রাঞ্চের সহকারী রিজিওনাল ম্যানেজার মোঃ ইছানুর গাজী।সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামপুর-০১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার পঙ্কজ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুমন সরকার, আব্দুর রইছ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ লোকমান আলী, কুমারেশ সরকার, মোঃ লিটন হায়দার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।