জুরাইন-দয়াগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি

প্রকাশিত: 5:31 pm, August 18, 2025 | আপডেট: 5:31 pm,

জুরাইন-দয়াগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ সড়কের দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবিতে আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জুরাইন-দয়াগঞ্জ সড়কের গেন্ডারিয়া রেলস্টেশন আন্ডারপাস সংলগ্ন মূল সড়কে স্থানীয়রা অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন।

জুরাইন, শ্যামপুর, গেন্ডারিয়া ও মীরহাজীরবাগ এলাকারবাসীর উদ্দেগে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক ক্ষুব্ধ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে দাঁড়িয়ে “ভাঙা রাস্তার অবসান চাই”, “সড়ক সংস্কার ছাড়া গতি নেই” ইত্যাদি স্লোগান দেন।

অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী-শিশুরা চরম ভোগান্তিতে পড়ছেন। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে এবং স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, শুনেছি কাজের টেন্ডার হয়ে গেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এভাবে অবহেলার শিকার হতে আর রাজি নই। দ্রুত সংস্কারের কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন বিক্ষুব্ধ নাগরিক জানান, জরুরি রোগী হাসপাতালে নেওয়া যায় না, সড়ক ভাংগা হওয়ায় বৃষ্টির সময় রাস্তা কাদা-পানিতে ডুবে থাকে, যেন মাছের ঘের। সরকারি অর্থ কোথায় যায়, জনগণ জানে না।

এ সময় তারা সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলে। পরে পুলিশের অনুরোধে আন্দোলন কারীরা শান্তিপূর্ণভাবে সরে যান, তবে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *