জুরাইন বাজার কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল রহিমের ইন্তেকাল

মোঃ আনোয়ার হোসেন:গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জুরাইন এলাকার সম্মানিত ও পরিচিত ব্যক্তি হাজী আব্দুল রহিম সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জুরাইন বাজার কমিটির সাবেক সভাপতি, খন্দকার রোড জামে মসজিদের সভাপতি এবং খন্দকার রোড পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি ইহধাম ত্যাগ করে পরপারে পাড়ি জমান। তার ইন্তেকালে সমগ্র এলাকাবাসী, মসজিদের মুসল্লি ও বাজারের দোকানদারদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম হাজী আব্দুল রহিম সাহেবের জানাজা নামাজ আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) বাদ যোহর খন্দকার রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।